এ বছর ঈদুল আজহায় সারাদেশে ১ কোটি ৪১ হাজার ৮১২টি পশু কোরবানি হয়েছে বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে।
শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে।
গত বছর সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি পশু কোরবানি হয়েছিল। সে হিসাবে গত বছরের তুলনায় এবার ৯১ হাজার ৪৯টি গবাদিপশু বেশি পশু কোরবানি হয়েছে।
তবে, এ বছর সরকার যে পরিমাণ কোরবানির পশুর চাহিদার কথা আগে জানিয়েছিল, তার চেয়ে কম পশু কোরবানি হয়েছে।
এবছর চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য পশু রয়েছে জানিয়ে গত ১৪ জুন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছিলেন, এবার এক কোটি তিন লাখ ৯৪ হাজার ৭৩৯টি কোরবানির পশুর চাহিদা রয়েছে।
সেই হিসাবে ৩ লাখ ৫২ হাজার ৯২৭টি পশু কম কোরবানি হয়েছে।
এর আগে ২০২১ সালে সারাদেশে ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি গবাদিপশু কোরবানি হয়েছিল।
মাঠ পর্যায় থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবার ঢাকা বিভাগে ২৫ লাখ ৪৮ হাজার ১৮৪, চট্টগ্রাম বিভাগে ২০ লাখ ৫১ হাজার ৭৭৭, রাজশাহী বিভাগে ২১ লাখ ৩২ হাজার ৪৬৯, খুলনা বিভাগে ৯ লাখ ৪৯ হাজার ৫৮১, বরিশাল বিভাগে ৪ লাখ ৩০ হাজার ৬৭৩, সিলেট বিভাগে ৩ লাখ ৯৪ হাজার ৩৯, রংপুর বিভাগে ১১ লাখ ৪৯ হাজার ১৮৭ এবং ময়মনসিংহ বিভাগে ৩ লাখ ৮৫ হাজার ৯০২টি পশু কোরবানি হয়েছে।
কোরবানি হওয়া পশুর মধ্যে ৪৫ লাখ ৮১ হাজার ৬০টি গরু, ১ লাখ ৭ হাজার ৮৭৫টি মহিষ, ৪৮ লাখ ৪৯ হাজার ৩২৮টি ছাগল, ৫ লাখ ২ হাজার ৩০৭টি ভেড়া এবং ১ হাজার ২৪২টি অন্যান্য পশু।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর সারাদেশে কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ছিল ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি।