নগরীর প্রানকেন্দ্র চাষাড়ায় শাহ সিমেন্টের গাড়ির ধাক্কায় এক পথচারী আহত হয়েছেন। রাস্তা পারাপারের সময় আহত হবার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায় শাহ্ নিমেন্ট কোম্পানীর একটি ট্রাক ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে পঞ্চবটির দিকে যাচ্ছে। দুই ট্রাকের মাঝ দিয়ে বেশ কয়েক জন লোক সড়ক পারাপার হচ্ছিল। তাদের সাথেই পারাপার হচ্ছিল দুর্ঘটনার শিকার সেই ব্যক্তিটিও। কিন্তু শাহ্ সিমেন্ট কোম্পানীর ট্রাকটি ধীরে ধীরে পথচারীর উপরে উঠিয়ে দেয়।
ভিডিওতে দেখা যায় দূর্ঘটনা আচ করতে পেরে মুহূর্তের মধ্যেই ট্রাক নিয়ে দ্রুত সটকে পরে চালক।
সেখানে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৩ সেপ্টেম্বর দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, এর আগেও চলতি বছরে শাহ সিমেন্টের গাড়ির ধাক্কায় একজন সাংবাদিক নিহত হয়েছেন। ঢাকা-মুন্সীগঞ্জ এবং ঢাকা-নারায়নগঞ্জ রুটে প্রায় সময়ই দুর্ঘটনার কারন হয়ে দাঁড়ায় শাহ সিমেন্টের গাড়ি।