নারায়ণগঞ্জর শহরের চাষাঢ়ায় একটি রেস্টুরেন্টে প্রকাশ্য গুলি ছুড়েছে ওই ভবনের মালিক। এতে রেস্টুরেন্টের ম্যানেজার ও আরো একজন কর্মচারী আহত হয়েছে।
আজ রবিবার (৫ ফেব্রুয়ারী) রাত ৯টায় শহরের চাষাঢ়ায় আঙ্গুরা প্লাজায় সুলতান ভাই কাচ্চি (সুমাইয়া কাচ্চি হিসেবে পরিচিত) ওই ঘটনা ঘটে।

সুমাইয়ার একাধিক কর্মচারী জানান, রাত পৌনে ৯টায় হঠাৎ করে ভবনের মালিকদের একজন আজাহার তালুকদার আসেন। তিনি এসেই ম্যানেজারের কাছে পানির বিল নিয়ে টাকা চান। এ নিয়ে তর্কের এক পর্যায়ে তার হাতে থাকা পিস্তল দিয়ে গুলি ছুড়েন। এতে ম্যানেজার কাজল ও কর্মচারী জনি পায়ে গুলিবিদ্ধ হন। পরে আশেপাশের লোকজন এসে আজাহারকে আটক করে।