চাষাড়ায় নকশা বহির্ভুত অনিয়মে ২ টি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দেওয়া হয়েছে

শেয়ার করুণ

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া রামবাবুর পুকুর পাড় একালায় নকশা বহির্ভুত অনিয়মে ২ টি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দেওয়াসহ ভবন মালিকদের ৩০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের রামবাবুর পুকুর পাড় এলাকায় উচ্ছেদ অভিযান চালায় রাজউক ।

অভিযানে রামবাবুর পুকুর পাড় একালার মোঃ বাসার মিয়ার মালিকাধিন চারতলা ভবনের নকশা বহির্ভুত অনিয়মে ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দিয়ে নগদ ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সময় স্টারভিউ ডেভেলপার লিঃ এর নির্মাধিন বহুতল ভবনের দুইতলা ভবনের নকশা বহির্ভুত অনিয়মে ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দেয়া হয়।

এসময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. রিপনকে নগদ ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ নিয়ে দুটি ভবনে মোট ৩০ লাখ টাকা জড়িমানা করা হয়েছে।

অভিযানে রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহিয়া খানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে বিপুল পরিমান পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ উপস্থিথ ছিলেন।

নিউজটি শেয়ার করুণ