চাষাড়ায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মানববন্ধন ও মিছিল

শেয়ার করুণ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং শামসুজ্জামানের  নিঃশর্ত মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ শহরে  প্রতিবাদী মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

গণতান্ত্রিক ছাত্র জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে রবিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদী মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা সংসদের সহ-সভাপতি ইসরাত জাহান নুহার সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাতুলের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা মুন্নি সরদার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শহর সংসদের সভাপতি ইফাত ইমতিয়াজ অয়ন্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের স্কুল বিষয়ক সম্পাদক আবির হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুণ