নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র চাষাঢ়ায় ‘সুলতান ভাই কাচ্চি’র রেষ্টুরেন্ট ম্যানেজার কাজল আজ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
প্রসঙ্গত উল্লেখ যে, রোববার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের চাষাঢ়াস্থ আঙ্গুরা শপিং কমপ্লেক্সে ‘সুলতান ভাই কাচ্চি’ নামক রেস্টুরেন্টে (সুমাইয়া কাচ্চি হিসেবে পরিচিত) এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ এ ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিক আজহার তালুকদারকে রাত সোয়া ১১টার দিকে আটক করে।
জানা গেছে,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাষাঢ়াস্থ সুলতান ভাই কাচ্চি রেষ্টুরেন্টে প্রকাশ্য গুলি ছুড়েছে ভবন মালিক আজাহার তালুকদার ও তার ছেলে।
এ সময় ওই রেষ্টুরেন্টের ম্যানেজার সফিউর রহমান কাজলসহ আরো দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থা সকলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।এদের মধ্যে গুরুতর হামলার শিকার নিহত কাজলের শরীরে দুটি গুলি লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এ ঘটনায় ভবনের মালিক হামলাকারী আজহার তালুকদার, তার ছেলে ও ছোট ভাই জহির তালুকদারকে আটক করে সদর মডেল থানা পুলিশ। এসময় হামলায় ব্যবহৃত একটি বিদেশী পিস্তল ও একটি বন্দুক জব্দ করা হয়েছে।