নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের সিদ্ধিরগঞ্জের নির্বাচনী সমন্বয়ক এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির পরিবারকে শান্তনা দিতে বাসায় গিয়ে তৈমূর তাদের পাশে আছেন বলে জানিয়েছেন।
এসময় রবির পরিবারের সদস্যরা রবিকে গ্রেফতার, তার মুক্তির আইনি প্রক্রিয়াসহ নানা দিক তৈমূরের কাছে তুলে ধরেন। এসময় তৈমূর আইনি সহায়তা ও সর্বাঙ্গিনভাবে রবি ও তার পরিবারের পাশে আছেন বলে জানান।
সোমবার (১০ জানুয়ারী) রাত ১১ টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ রবির বাসায় গিয়ে তার স্ত্রী ও সন্তানদের এ শান্তনা দেন।
এসময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে সন্ধ্যায় নাসিক সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হিরাঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, তাকে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালে ২৯ মার্চ হেফাজতের হরতালে নাশকতার ঘটনায় এসআই ফিরোজ আলী বাদী হয়ে দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন এবং একই দিনে এসআই রিপন খন্দকার ডিউটিরত পুলিশের কাজে বাধা প্রদান করায় মামলা দায়ের করেন।