গ্রেপ্তার এড়াতে যা করল মাদক কারবারি

শেয়ার করুণ

সিরাজগঞ্জের তাড়াশে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাঁকা মাঠের মধ্যে দৌড় দেয় শীর্ষ মাদক ব্যবসায়ী আফাল উদ্দিন (৩৫)। তাকে ধরতে পেছন থেকে পুলিশ ধাওয়া করলে প্রায় দুই কিলোমিটার দৌড়ে পৌর এলাকার আসানবাড়ি গ্রামে গিয়ে পুকুরে ঝাপ দেয় আফাল উদ্দিন। তারপরও শেষ রক্ষা হলো না তার।ধরা পড়ে পুলিশের জালে।প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর পুকুরে নেমেই হাতকড়া পড়িয়ে তাকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার তাড়াশ পৌর এলাকার উত্তরবাঁধে এ ঘটনাটি ঘটে। গ্রেপ্তার আফাল উদ্দিন উত্তরবাধ পাড়ার ফরজ আলীর ছেলে।

তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক জানান, তাড়াশ পৌর এলাকার উত্তরবাধ পাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী আফাল উদ্দিনের নামে মাদক মামলার একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরতে বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাঁকা মাঠে দৌড়ে পালানোর চেষ্টা করে। আমরা তাকে ধরতে পেছনে পেছনে ধাওয়া দিলে পাশের আসানবাড়ি গ্রামের একটি পুকুরে মাদক ব্যবসায়ী আফাল ঝাপ দেয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

নিউজটি শেয়ার করুণ