গ্যাস মিজানের অপকর্মে অতিষ্ঠ কুতুবপুরবাসী

শেয়ার করুণ

ফতুল্লার কুতুবপুরে চাঁদাবাজ গ্যাস মিজান ক্রমাগত বেপরোয়া হয়ে উঠেছে। তিতাস গ্যাসের কোনো কর্মচারী না হয়েও নাম ভাঙিয়ে জনসাধারণকে প্রতিনিয়ত হয়রানি করে যাচ্ছেন মিজান। কুতুবপুরের রসুলপুর, ওয়াসা, শাহীমহল্লা, ইসলামীয়া বাজার, নিশ্চিন্তপুর, নূরবাগ, চিতাশালে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সে। এছাড়াও বিভিন্ন উপায়ে এলাকায় চাঁদাবাজি করে বেড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সরেজমিনে এলাকাবাসী জানায়, অবৈধ গ্যাস সংযোগ ও চাঁদাবাজি করাই মিজানের একমাত্র পেশা। সাধারণ মানুষকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয় মিজান। বিগত এক দশকেরও বেশি সময় ধরে কুতুবপুর দাপিয়ে বেড়াচ্ছে মিজান। এই পর্যন্ত কয়েক শতাধিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতোমধ্যে ফতুল্লা থানায় তার নামে জমা পড়েছে একাধিক অভিযোগ। সম্প্রতি গিয়াসউদ্দিন নামের এক নিরীহ ব্যবসায়ীকে চাঁদার দাবিতে নির্মমভাবে পিটিয়ে মারাত্মক জখম করে মিজান ও তার সন্ত্রাসী বাহিনী। অনেকদিন হাসপাতালে ভর্তি থাকা গিয়াসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। এছাড়াও কয়েক মাস আগে এক নিরীহ পথচারীকে আটকে প্রচণ্ড মারধর করে মিজান।

এলাকাবাসী আরো জানায়, মিজান তিতাস গ্যাসের নামে একটি ভুয়া আইডি কার্ড সাথে রাখে সবসময়। এছাড়াও তাকে কেউ চাঁদা দিতে না চাইলে তিতাসের কর্মকর্তাদের মাধ্যমে হয়রানি ও গ্রেফতার করানোর হুমকি দেয়।

এ বিষয়ে জানতে তিতাস গ্যাস, নারায়ণগঞ্জ জোনের উপমহাব্যবস্থাপক মো. মফিজুল ইসলামের মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়৷ ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুণ