নারায়ণগঞ্জ শহরের গোায়াল পাড়া সমাজ কল্যান সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারী) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ১৪নং ওয়ার্ডে গোয়াল পাড়া সমাজ কল্যান সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট হান্নান আহমেদ দুলাল, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম পারভেজ, গোয়াল পাড়া সমাজ কল্যান সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন নয়নের সভাপতিত্বে এ-সময় আরও উপস্থিত ছিলেন মরহুম মাসুম আহমেদ স্মৃতি সংসদের সভাপতি বশির আহমেদ, ইব্রাহিম রাজু, স্বপন চন্দ্র গোপ, কার্তিক সরকার বাবুল ঘোষ গণেশ ঘোষ সহ আরও অনেক নেতৃবৃন্দরা