“মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে যাওয়ার কথা বলতে একজন মানুষ পাইনি। বলার আগে ভাবতে হয়েছে, সে যদি বলে দেয় রাজাকারদের, তাই সেদিন আমাকে স্ত্রী-সন্তান রেখে একাই ভারতে পাড়ি জমাতে হয়েছিল। একাই গিয়ে নিয়েছিলাম যুদ্ধের প্রশিক্ষণ। অথচ, আজকে এই আমাকে সংবর্ধনা দিতে কত মানুষ! খুব খুশি লাগছে। নিজেকে সৌভাগ্যবান মনে করছি।“
শুক্রবার (১৫ জানুয়ারি) বাদ আসর গোগনগর ইউনিয়নের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বীর মুক্তিযুদ্ধের সংবর্ধনা’ অনুষ্ঠানে এভাবেই নিজেদের অনুভূতির কথা বলছিলেন সৈয়দপুর ইউনিয়নের এক মুক্তিযোদ্ধা।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. ফজর আলীর উদ্যোগে ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে প্রয়াত চেয়ারম্যান নওশেদ আলী ফাউন্ডেশন ওই সংবর্ধনার আয়োজন করেন।
কোরআন তেলওয়াত, জাতীয় সংগীত ও এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। শুরুতেই ৭১’ এর স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে স্মৃতিচারণ করেন ৭১’র বীর সৈনিকরা। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিরা। সবার শেষে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া গোগনগর ইউনিয়নের ২৩ জন বীর মুক্তিযোদ্ধাকে দেওয়া হয় সম্মাননা।
তাঁরা হলেন- বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন তপু, বীর মুক্তিযোদ্ধা আবদুর সোবহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাশেদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দীন আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এসএম গিয়াসউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এসএম মোসলেহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. শরিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফয়েজ আহমেদ মাসুম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা শের মোহাম্মহ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন ফকির চাঁন, বীর মুক্তিযোদ্ধা আ. সালাম, বীর মুক্তিযোদ্ধা এবিএম মতিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জুলহাস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলী, বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুল্লাহ রহমান, বীর মুক্তিযোদ্ধা শরীয়তউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমির হামজা।
প্রয়াত চেয়ারম্যান নওশেদ আলীর আপন ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. ফজর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ শাহজামান।
সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ