সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্টোরিতে রিভলবার দিয়ে গুলি চালানোর ভিডিও শেয়ার করা সেই কিশোরকে আটক হয়েছে।
মঙ্গলবার ( ২৩ মার্চ ) সকালে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান ব্যাপারটি নিশ্চিত করেছেন।
অনলাইন গণমাধ্যম লাইভ নারায়ণগঞ্জকে তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় ভিডিওটি নজরে আসে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবকের বন্ধুর বাড়ি থেকে আটক করা হয়। ভিডিওটি কীভাবে আসলো, তা নিয়ে জিজ্ঞেসবাদ চলছে।
গতকাল সামাজিক যোগাযোগ মধ্যে ছড়িয়ে পড়া রিভলবার দিয়ে গুলি চালানোর একটি ভিডিও ওই কিশোর শেয়ার করেছেন। সেই ভিডিওর ক্যাপশন লিখেছেন ‘ফাস্ট টাইম মেশিন চালাই লাম।’
ভিডিওটিতে দেখা যাচ্ছে অত্যাধুনিক রিভলবারে ম্যাগজিন প্রবেশ করে অস্ত্রটি লোড করেন। এরপর পরপর দুটি ফাঁকা গুলি ছোড়েন সেই কিশোর। এদিকে সেই ফাঁকা গুলির ভিডিও নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল সামালোচনা।
প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের ২৫ শে নভেম্বর ফতুল্লার পাগলায় সোহান নামের এক কিশোরের ফাঁকা গুলি করার ভিডিও ভাইরাল হয়েছিল।
সুত্রঃ লাইভ নারায়ণগঞ্জ