গভ: গার্লস স্কুলের মেয়েদের সাথে এবারও পারলো না আদর্শ স্কুলের ছেলেরা

শেয়ার করুণ

২০২৩ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষনা হয়েছে আজ। যথারীতি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বোর্ড চেয়ারম্যানদের ফলাফল হস্তান্তরের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় এসএসসির ফল। জেলার প্রানকেন্দ্র চাষাড়ার উপকন্ঠে অবস্থিত পাশাপাশি দুই স্কুল আদর্শ স্কুল নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। পাশাপাশি অবস্থিত হলেও অলিখিত এক প্রতিযোগিতা কাজ করছে দীর্ঘদিনের। একসময় ফলাফলের দিক থেকে সমান সমান থাকলেও বিগত কয়েক বছর যাবত গার্লস স্কুলের মেয়েদের একচ্ছত্র আধিপত্য।

এবারের স্কুল ভিত্তিক ফলাফল পর্যালোচনা করে দেখা যায় ফলাফলের সব সূচকেই গার্লস স্কুলের মেয়েরা আদর্শ স্কুলের শিক্ষার্থীদের তুলনায় এগিয়ে।

গার্লস স্কুলে মোট শিক্ষার্থী ছিল ৩৬৬
জন, পাশ করেছে ৩৫৬ জন, পাশের হার ৯৭.২৭%, জিপিএ-৫ পেয়েছে ২৩২ জন, জিপিএ-৫ প্রাপ্তির হার ৬৩.১১℅।

অপরদিকে আদর্শ স্কুলে মোট শিক্ষার্থী ছিল ৬০৩ জন, পাশ করেছে ৫৭৭ জন, পাশের হার ৯৬.০১%, জিপিএ-৫ পেয়েছে ১২১ জন, জিপিএ-৫ প্রাপ্তির হার ২০%।

নিউজটি শেয়ার করুণ