না.গঞ্জে রিজভীর উপস্থিতিতে দফায় দফায় হামলা-সংঘর্ষ-মারামারি

শেয়ার করুণ

নারায়ণগঞ্জে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। কেন্দ্রীয় নেতাদের সামনে শহরের খানপুরে হাসপাতাল রোডে কয়েক দফা মারামারির পর পদযাত্রা শেষ করে ফের শহরের মিশনপাড়ায় মারামারির ঘটনা ঘটে।

জানা গেছে, ২৩ মে ছিল মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচী। এতে হাজির হন দলের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

বিকেল ৪টায় সভা শুরুতেই যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ মিছিল নিয়ে প্রবেশের সাথেই মহানগর যুবদলের আহবায়ক মমতাজউদ্দিন মন্তুর লোকজনদের সঙ্গে বাকবিতন্ডা ঘটে। ওই সময়ে বিএনপির জেলা কমিটির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীবের মোবাইল চুরির ঘটনা ঘটলে দোষ পড়ে জোসেফের সঙ্গে থাকা লোকজনদের। বাকবিতন্ডা থামাতে গেলে মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদের উপর চড়াও হয় জোসেফের লোকজন। শুরু হয় মারামারি ও হাতাহাতির ঘটনা।

একই সময়ে রিজভীর পাশে দাঁড়ানো নিয়ে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও আড়াইহাজার থানা বিএনপি নেতা মাহবুবুর রহমান সুমনের লোকজনদের মধ্যে বাকবিতন্ডা ঘটে। তখন সুমনের পক্ষে যুবদলের জেলার সদস্য সচিব মশিউর রহমান রনির লোকজন মিলে আজাদের লোকজনদের উপর চড়াও হলে শুরু হয় ফের মারামারি। প্রধান অতিথি রুহুল কবির রিজভী মাইক হাতে নিয়ে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

ওই ঘটনার পর শহরের মিশনপাড়ায় আবার আজাদ ও রাজীবের লোকজনদের সঙ্গে রনির লোকজনদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুণ