খন্দকার শাহ্ আলম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নির্বাচিত

শেয়ার করুণ

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি খন্দকার শাহ্ আলম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

আজ ১৮ জুন (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ক্রিয়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত কমিটির (২০২৩ইং – ২০২৭ইং) বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়ছে।

উক্ত কমিটিতে নারায়ণগঞ্জের প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি খন্দকার শাহ্ আলম সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের চার বছর মেয়াদী কমিটিতে পদাধিকার বলে জেলার জেলা প্রশাসক জনাব মঞ্জুরুল হাফিজ সভাপতি এবং পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জনাব তানভীর আহমেদ টিটু।

উল্লেখ্য, খন্দকার শাহ্ আলম সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন যাবত জেলার ক্রীড়া উন্নয়নের সাথে জড়িত আছেন।

তিনি নারায়ণগঞ্জ ভলিবল একাডেমি ক্লাবের কর্ণধার, ক্লাবটি জেলা ভলিবল প্রতিযোগিতায় পরপর তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে খন্দকার শাহ্ আলম ইতিমধ্যে পরিচিতি অর্জন করেছেন।

নিউজটি শেয়ার করুণ