‘ক্ষমা চাইতে বাধ্য হলেন বিএনপি’

শেয়ার করুণ

সদূর আমেরিকায় নারায়ণগঞ্জের প্রভাশালী এমপি শামীম ওসমানকে উত্তেজিত করতে বিএনপি সমর্থকদের ব্যর্থ চেষ্টা বিফলে গিয়েছে। এদিকে এমপি’র শিষ্টাচার ও সদাচরণে মুগ্ধ হয়ে শেষঅব্দি ক্ষমা চাইতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন সাংসদ পুত্র ইমতিনান ওসমান অয়ন।

গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুকে দেয়া অয়ন ওসমানের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো, ‘আমেরিকার মাটিতে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ করলেন জননেতা এ কে এম শামীম ওসমান এমপি,তার শিষ্টাচারমূলক ব্যবহারে আমেরিকার বিএনপির নেতাকর্মীরা ক্ষমা চাইতে বাধ্য হল।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে শামীম ওসমানের গাড়ি দেখে সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায় একদল আমেরিকান প্রবাসী। পরে শামীম ওসমান গাড়ি থেকে নেমে গিয়ে তাদের সাথে কথা বলেন। পরে তাদের সাথে চা খেতে দেখা যায় শামীম ওসমানকে। এসময় সেসকল যুবকদের বাবা মায়ের কাছে নিজের জন্য দোয়া চান শামীম ওসমান।

নিউজটি শেয়ার করুণ