ক্যান্সার আক্রান্ত হয়ে আদর্শ স্কুলের সাবেক শিক্ষার্থীর মৃত্যু

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ স্কুল নারায়ণগঞ্জের ২০০৮ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান রাজু (৩২) ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

২০০৮ ব্যাচের শিক্ষার্থীরা জানায়, রাজু গত কয়েক মাস যাবত অসুস্থ থাকার পর গত সপ্তাহে তার শরীরে ক্যান্সারের উপস্থিতি শনাক্ত হয়। রোগ শনাক্ত হবার মাত্র সপ্তাহের ব্যবধানে রাজু মৃত্যু বরন করেন।

উল্লেখ্য রাজু আদর্শ স্কুলে অধ্যয়নকালে স্কুলের ক্রিকেট টিমের নিয়মিত মুখ ছিলেন। পড়াশুনায়ও ছিলেন ক্লাসের ১ম সারির শিক্ষার্থী। রাজুর এই অকাল মৃত্যুতে শোক জানিয়েছে রাজুর বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা।

নিউজটি শেয়ার করুণ