কোরবানির জন্য যে কয়টা গরু কিনলেন শামীন ওসমান

শেয়ার করুণ

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এবারও কোরবানির জন্য সরাসরি খামার থেকে তিনটি গরু কিনেছেন।

গত রোববার (১১ জুন) বিকেলে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান গরুগুলো পরিদর্শন করেছেন। এর আগে শনিবার (১০ জুন) সিদ্ধিরগঞ্জ এলাকার আরকে এগ্রো ফার্ম থেকে গরু তিনটি কেনেন শামীম ওসমান। এসময় ফার্মের মালিক রাসিব আহম্মেদ ও কায়সার আহম্মেদ রাজিব উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আরকে এগ্রো ফার্মের ম্যানেজার আব্দুস সামাদ বলেন, আমাদের সংসদ সদস্য শামীম ওসমান কোরবানির জন্য তিনটি গরু ক্রয় করে গেছেন। ঈদের দুদিন আগে তার বাসায় পৌঁছে দেওয়া হবে এই গরুগুলো।

নিউজটি শেয়ার করুণ