ফতুল্লার কুতুবপুরে পুকুরে ডুবে মো. আহাদ নামক ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে পাগলা কুতুবপুরের শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
আহাদের বাবা জহিরুল ইসলাম জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার স্ত্রী ঘরের কাজে ব্যস্ত ছিলেন। মায়ের অজান্তে আহাদ হাঁটতে হাঁটতে বাসার পাশেই একটি পুকুরে পড়ে ডুবে যায়।
পরে তার মা পানি থেকে তাকে উঠিয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেয়। অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।