নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে ছুরিকাঘাতে হাফিজুর রহমান সোহান (২৫) নামের এক যুবক খুন হয়েছেন৷ বুধবার রাত ৯টায় পাগলার রসুলপুরের জয়নাল মিয়ার গ্যারেজের সামনে ওই ঘটনা ঘটে।
সোহানের বাবা জাহাঙ্গীর আলম জানান, তাদের বাসা ফতুল্লার পাগলা পূর্বপাড়ায়। এলাকাতেই সিমেন্টের ব্যবসা সোহানের। স্ত্রী উর্মি আক্তার ও এক মেয়েকে নিয়ে থাকেন। সন্ধ্যার দিকে রসুলপুর জয়নালের গ্যারেজের সামনে জয়নালের ছেলে ওয়াসিমসহ আরো কয়েকজন সোহানের বুকে ও পেটে তিনটি ছুরিকাঘাত করে। খবর পেয়ে সেখান থেকে দ্রুত সোহানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সোহানকে তারা ছুরিকাঘাত করেছে তা জানাতে পারেননি তিনি।
স্থানীয় একটি সূত্র জানায়, প্রেমঘটিত বিষয় নিয়েই ওই হত্যাকাণ্ড ঘটেছে৷ সোহানের বন্ধু নাবিলের সাথে জয়নাল মিয়ার মেয়ে স্বর্ণার প্রেমের সম্পর্ক ছিল। যদিও তা স্বর্ণার পরিবার মেনে নিচ্ছিলো না। বুধবার সন্ধ্যার পরে এ নিয়ে নাবিলের সাথে স্বর্ণার ভাইয়ের কথা কাটাকাটি হয়৷ পরে খবর পেয়ে নাবিলের সাথে এসে যোগ দেয় সোহান৷ কথা কাটাকাটির একপর্যায়ে ওয়াসিমসহ আরো কয়েকজন সোহানকে গিয়ার দ্বারা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে৷
ঘটনার পর নিজ বাড়ি থেকে অভিযুক্ত ঘাতক জয়নাল ও ওয়াসিমকে আটক করা হয়েছে বলে জানান ফতুল্লা থানার ওসি (তদন্ত) মো. মহসিন।
প্রসঙ্গত, ২০১৯ সালের নভেম্বরে ১০ সেকেন্ডের একটি ভিডিওর মাধ্যমে দেশব্যাপী ভাইরাল হয় সোহান। ওই ভিডিওতে তাকে একটি মাঠে দাঁড়িয়ে ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়৷ এনিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমগুলোতে তৎকালীন সময়ে ফলাও করে সংবাদ প্রচারিত হয়।