কুতুবপুরের লামাপাড়ায় সম্পত্তি রক্ষা করতে গিয়ে নিরাপত্তাহীনতায় বৃদ্ধ

শেয়ার করুণ

ফতুল্লার কুতুবপুরের লামাপাড়ায় ক্রয়কৃত সম্পত্তি রক্ষা করতে চাওয়ায় দুর্বৃত্তদের অব্যাহত হামলা- হুমকির শিকার হচ্ছেন এক বৃদ্ধ৷ ইতোমধ্যে তার বাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও স্থাপনা নির্মাণের ঘটনা ঘটেছে৷ দুর্বৃত্তদের এইসব কর্মকাণ্ডে সপরিবারে নিরাপত্তাহীনতার মাঝেই বাস করছেন বৃদ্ধ আবুল কাশেম৷

সরেজমিন পরিদর্শন করে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আবুল কাশেম ওই এলাকায় দশ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছেন৷ তিনি নিয়মিতভাবে সকল প্রকার সরকারি খাজনা ও অন্যান্য পাওনাদিও পরিশোধ করে আসছেন৷ এরই মধ্যে স্থানীয় একটি ভূমিদস্যু চক্র তার তিন শতাংশ জমি জোরপূর্বক দখলে নিতে মরিয়া হয়ে উঠে৷ এতে ব্যর্থ হয়ে তারা অবশিষ্ট সাত শতাংশ জমি দখলে তৎপর হয়৷ নিরাপত্তার স্বার্থে আবুল কাশেম আদালতের আশ্রয় নেন৷ আদালত ওই সাত শতাংশ জমিতে বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে৷ কিন্তু আদালতের আদেশ অমান্য করে ডালিম, হিরু, আব্দুস সালাম, ফরহাদ, ফয়সাল, মহসীন, সাইফুল, সাইদুল, নয়ন গং ওই সম্পত্তি দখলে নিতে গত সোমবার (২৪ এপ্রিল) আবুল কাশেমের বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে৷ তারা বাড়ির মাঝখানে একটি টিনসেড বেড়াও দেয়৷ স্থান ত্যাগের পূর্বে তারা কাশেম ও তার পরিবারকে বিভিন্ন হুমকি দেয়৷

এ বিষয়ে ভুক্তভোগী আবুল কাশেম বলেন, ওরা অনেক বছর ধরে আমার বাড়ি ও জমি দখলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিনিয়ত হুমকি- হামলার মধ্যেই আমি বসবাস করে আসছি৷ আমি শান্তিপ্রিয় মানুষ৷ আমার দুই ছেলে হাফেজ, মেয়েরাও হাফেজা। তাদের সামনেই ওরা বাড়িতে প্রবেশ করে এভাবে ভাঙচুর করলো, বেড়া দিয়ে দিল৷ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল৷ ঘটনার সিসিটিভি ফুটেজে সবকিছুই স্পষ্টভাবে দেখা গেছে৷ আশা করি প্রশাসন প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।

এ বিষয়ে অভিযুক্ত মহসিন সিপাহির সাথে যোগাযোগ করলে তিনি এতে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, আমি সেদিন এক আত্মীয়ের কথায় সেখানে গিয়েছি৷ আশা করি বিষয়টি মীমাংসা হয়ে যাবে৷

নিউজটি শেয়ার করুণ