ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যবিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
২৮ জুন বুধবার দুপুর ১২ টার দিকে কাশীপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মোঃ জুম্মন হোসেনকে সভাপতি, মোঃ মিজানুর দেওয়ানকে সাধারণ সম্পাদক ও হাজী মোঃ ফিরোজ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটি ঘোষনা করে ফতুল্লা থানা কৃষকদলের আহবায়ক মোঃ আমির হোসেন বেপারী ও সদস্য সচিব সুমন আহমেদ।
এসময় কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, সাংগঠনিক সম্পাদক ডালিম সিকদার, জেলা কৃষকদলের সদস্য মোঃ শাহীন উল্লাহ, থানা কৃষকদলের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিনসহ বিএনপি ও কৃষকদলের বিভিন্ন ওয়ার্ডের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।