ফতুল্লার কাশীপুর ইউনিয়নের কাশীপুর আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ তাদের শতভাগ শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দিয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফ্ উল্লাহ বাদল।
আজ বুধবার ১৩ই জানুয়ারি “কাশীপুর আইডিয়াল স্কুল’ তাদের স্কুল প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে শতভাগ ছাত্র-ছাত্রির হাতে নতুন বই তুলে দেয় । সকালে শুরু হয়ে দুপুর ৩ টা পর্যন্ত দিনব্যপী চলে এই বই বিতরন কার্যক্রম। প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফ্ উল্লাহ বাদল বলেন “বর্তমান সরকার একটি শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় দৃঢ় প্রতিজ্ঞ। তারই লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
আর সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।“ এছাড়াও তিনি উক্ত বিদ্যালয়ের উজ্জল ভবিষ্যত কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন এটি অচিরেই একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।
