জেলার সদর উপজেলার ফতুল্লার কাশিপুরে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে বজ্রপাতে এক তরুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৩০ জুন) দুপুরে বন্ধুদের সাথে বৃষ্টির সময় নদীতে গোসল করতে নেমে বজ্রপাতে হাবিব (১৮) নামে এক তরুন নিহত হয়েছেন ৷ নিহত হাবিব কাশীপুর শিকদার বাড়ীর কাজল শিকদারের বড় ছেলে ৷ সে মাদরাসায় পড়াশুনা করতো ৷ বাদ জুম্মা হাবিব বৃষ্টির সময় কয়েকজন বন্ধু নিয়ে নদীতে গোসলরত অবস্থায় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় ৷ প্রত্যক্ষদর্শীরা জানান বজ্রপাতের ফলে পানিতে বিদ্যুতয়ায়ীত হয়ে হাবিব মারা যায় ৷ এ সময় তার নিকটজনরা সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ৷