জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি প্রয়াত মাে. শাহীন আলমের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১ লা মার্চ) বিকেলে উত্তর কাশিপুর
এলাকায় কাশিপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

কাশিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক
শামীম আহম্মেদ মেম্বারের সভাপতিত্বে ও ফতুল্লা
থানা ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল।
বিশেষ অতিথি মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বালিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাে.জুলহাস, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ- সভাপতি আশরাফুল আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফি উল্লাহ শফি, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম এ সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক খােকা প্রমুখ।
স্মরণসভা শেষে প্রয়াত শাহিন আলমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মােনাজাত পরিচালনা করা হয়। এছাড়াও দুঃস্থ অসহায়দের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়।
