কাশিপুরে মাদক,কিশোর গ্যাং বিরোধী বিট পুলিশিং সভা

শেয়ার করুণ

মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজ ও কিশোর গ্যাং খ্যাত সমাজের অবক্ষয় গুলো নির্মূল করার লক্ষ্যে ও এসব বিষয়ে জনসচেতনতা গড়ার লক্ষ্যে কাশিপুরে অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশিং সভা।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) ফতুল্লা মডেল থানা আয়োজিত কাশীপুর বিট পুলিশংয়ের উদ্যোগে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম. সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (“ক” সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রেজাউল হক দিপু ও ফতুল্লা মডেল থানার বিভিন্ন পদমর্যাদার অফিসারগন।

নিউজটি শেয়ার করুণ