নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের ধাক্কায় তাহের আহমেদ তন্ময় (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ বুধবার (১৯ জুলাই) বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের কাশিপুরের ভোলাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত আটটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত তন্ময় নারায়ণগঞ্জ কমার্স কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র। ফতুল্লার ভোলাইলে ভাড়া থাকেন তারা।
হাসপাতালে তন্ময়ের বাবা মো. সম্রাট মিয়া জানান, দুই ভাইবোনের মধ্যে তন্ময় ছিলো বড়। এলাকাতেই কোচিং করে সে। বিকেলে কোচিং শেষ করে বাসায় ফেরার পথে ভোলাইল কেন্দ্রীয় মসজিদের পাশে রাস্তায় একটি ট্রাক তন্ময়কে ধাক্কা দেয়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তন্ময়কে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।