কাশিপুরের ভোলাইলে খুঁটিতে ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

শেয়ার করুণ

ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়েনের পশ্চিম ভোলাইলে বাবার বকুনির ভয়ে রিমন মন্ডল নামে এক কিশোর কবুতর বসার খুঁটিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

গতকাল সোমবার (১৯.০৯.২০২২) রাত ৯ টায় পশ্চিম ভোলাইল এলাকায় সালাউদ্দিনের তিন তলা বাড়ির ছাদে এঘটনা ঘটে।

নিহত রিমন মন্ডল(১৫) গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার পগাই গ্রামের লাল মিয়া মন্ডলের ছেলে। সে বাবা মায়ের সঙ্গে পশ্চিম ভোলাইল সালাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল খান জানান, রিমন মন্ডল পাশের বাড়ির এক ছেলের সঙ্গে ঝগড়া করেছে। তখন ওই ছেলে তাকে বলেছে তোমার বাবার কাছে বিচার দিবো।

এতে বাবার ভয়ে তাদের বাড়ির ছাদে কবুতর বসার খুঁটিতে দড়ি বেধে গলায় ফাঁস দিয়েছে রিমন। প্রাথমিক তদন্তে এমনটি জানাগেছে। 

তিনি আরো জানান, রিমনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে রিমন মানসিক ভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুর কারন আরো জানতে ময়না তদন্তের জন্য রিমনের মরাদেহ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানাযাবে।

সূত্রঃ নারায়ণগঞ্জ টাইমস

নিউজটি শেয়ার করুণ