নারায়ণগঞ্জের পাইকপাড়ায় বৃদ্ধা নূরজাহানকে খুনের পর লুট করা স্বর্ণালঙ্কার উদ্ধারসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসময় আটক একজনের দেয়া তথ্যানুযায়ী এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করতে গেলে ডিবি পুলিশকে অবরুদ্ধ করে রাখাসহ ধস্তাধস্তির ঘটনা ঘটে।
গতকাল রোববার রাতে কালিরবাজার স্বর্ণপট্টি এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নারায়ণগঞ্জ ক্লাব এলাকার মাঠা বিক্রেতা সঞ্জয় দাসকে আটকের পর তার দেয়া তথ্যানুযায়ী স্বর্ণ উদ্ধার ও স্বর্ণ ক্রেতা বিপ্লব দাসকে আটক করতে স্বর্ণপট্টি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ।
এসময় রুপসা অলঙ্কারের মালিক বিপ্লব দাসকে আটক করতে গেলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে পুলিশ ও স্বর্ণ ব্যবসায়ীরা। ডিবি পুলিশের সদস্যদের আটকে রাখার পর তাদের সঙ্গে ধস্তাধস্তি করে বিপ্লব দাসকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় একঘণ্টা পর বিপ্লব দাসকে আটক করে নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ।
গত ৩ মে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া আদর্শনগর এলাকার রমজান মোল্লার স্ত্রী নূরজাহান বেগমকে খুন করে স্বর্ণালঙ্কার লুট করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ডিবির অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, খুনের পর চুরি হওয়া স্বর্ণ সঞ্জয় দাস রুপসা অলঙ্কারের স্বত্বাধিকারী বিপ্লব দাসের কাছে বিক্রি করে। খবর পেয়ে স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে এর প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এসময় বিপ্লব দাসকে আটক করতে গেলে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা বাধা দেয়।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আল মামুন জানান, আটক দুইজনের কাছ থেকে লুট হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়েছে। খুনের ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে।