নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডে প্রায় ৬ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৯ জানুয়ারী ( শনিবার ) নন্দীপাড়া জামে মসজিদ সংলগ্ন কাউন্সিলরের কার্যালয় সম্মুখে এ কর্মসূচি পালিত হয়।
১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো শফিউদ্দিন প্রধান বলেন, করোনা মহামারীতে অনেক পরিবার অস্বচ্ছল হয়ে পড়েছে। সেই দরিদ্র পরিবারগুলোর কথা বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারীভাবে কম্বল বিতরণ করছেন। আমার ওয়ার্ডের জন্য সিটি কর্পোরেশন থেকে ২৮০ পিছ বরাদ্দ পেয়েছি, সেগুলো বিতরণ করছি। পাশাপাশি আমি নিজ উদ্যোগেও ৩’শ এর বেশি কম্বল বিতরণের জন্য ক্রয় করেছি, ওয়ার্ডবাসীর প্রয়োজনে আরও বিতরণের ব্যবস্থা করবো।
কম্বল বিতরণকালে ১৪ নং ওয়ার্ড কৃষকলীগের আহ্বায়ক শুক্কুর আলী ওয়ার্ড, আওয়ামী লীগ নেতা খাজা রহমত, হোসীয়ারী সমিতির পরিচালক আবুল বাসার বাছের, জাতীয় পার্টি ১৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এস এম সিরাজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
