আজ বুধবার (১৭ ফেব্রুয়ারী ) টিম খোরশেদ এর নারী টিমের সমন্বয়কারী রোজিনা মেম্বার এবং টিম খোরশেদের দাফন টিমের অন্যতম সদস্য আনোয়ার হোসেন করোনা ভেক্সিন নিয়েছেন।
টিম খোরশেদের নারী টিমের সমন্বায়ক রোজিনা আক্তার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য। দেশে করোনার প্রকোপ বাড়লে নারী মৃতদেহের গোসল, দাফন, সৎকারের জন্য স্বেচ্ছায় এগিয়ে আসেন এই জনপ্রতিনিধি। বিভিন্ন সময় নারায়ণগঞ্জের গন্ডি পেরিয়ে বাহিরের জেলায় ও যেতে হয় রোজিনা মেম্বারের। করোনাকালীন সময়ে টিম খোরশেদের এই নারী স্বেচ্ছাসেবীর কার্যক্রম স্থানীয় গনমাধ্যম ছাপিয়ে জাতীয় দৈনিকেও যায়গা করে নেয়।
অকুতোভয় এই স্বেচ্ছাসেবী তার সাহসিকতার জন্য একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। এছাড়া টিম খোরশেদের দাফন টিমের অন্যতম সদস্য আনোয়ার হোসেনও করোনাকালীন সময়ে মৃতদেহ দাফনে আনোয়ার হোসেন ছিলেন সম্মুখভাগে।

এছাড়াও উল্লেখ্য গত জুন মাসে যখন করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করার কথা ছিল তখন টিম খোরশেদ লিখিত ভাবে রোজিনা আক্তার ও আনোয়ার মাহমুদ বকুল স্বেচ্ছায় হিউম্যান ট্রায়ালে অংশ নিতে ইচ্ছুক বলে জেলা প্রশাসনকে জানিয়েছিল।
