খোরশেদের প্রধান কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, ১০ মার্চ আমাদের ১৫৪ তম করোনা পজিটিভ মৃতদেহ দাফন।

দক্ষিণ জামতলা নিবাসী বিশিষ্ট শিল্পপতি আধুনিক গার্মেন্ট ডাইং প্রতিষ্ঠার অন্যতম পথিকৃত মজিবর রহমান চৌধুরী করোনা আক্রান্ত হয়ে গ্রীন লাইফ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ইন্তকাল করেন।
তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা তাকে মাসদাইর কবরস্থানে জানাযা ও দাফন সম্পন্ন করে। টিমে ছিলেন নাজমুল কবীর নাহিদ, আনোয়ার মাহমুদ বকুল, হাফেজ শিব্বির, হাফেজ রিয়াদ, শহীদ, সুমন দেওয়ান ও নাঈম মোল্লা।
