করোনাভাইরাসে আক্রান্ত রোগী সামাল দিতে যখন হিমশিম খাচ্ছিলো নারায়ণগঞ্জ। তখন পাশে এসে দাঁড়িয়ে ছিলেন বেসরকারি স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠান সাজেদা হাসপাতাল। কিন্তু চুক্তি মতো তাদের সময় শেষ হওয়ায় বন্ধ করতে হয়ে ছিলো প্রতিষ্ঠানটির সেবা। এখন আবারও ৬ মাসের জন্য চিকিৎসা সেবা চালু হচ্ছে।

কোভিড-১৯ সংকটকালে গত ২১ মার্চ স্বাস্থ্য অধিদফতর ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী সাজেদা ফাউন্ডেশনের ৫০ শয্যার হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে চালু করা হয়। কোভিড হাসপাতাল চালুর পর ১১ ডিসেম্বর পর্যন্ত দেশের আটটি বিভাগের ৩৯টি জেলার ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৩১ রোগী আইসিইউয়ে সেবা নিয়েছেন। সাজেদা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এ হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা, ডায়াগনস্টিক টেস্ট, ওষুধ, থাকা-খাওয়াসহ সব ধরনের খরচ হাসপাতাল থেকে বহন করা হয়।
গত ৩১ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দীর্ঘ ৯ মাস সুনামের সাথে চিকিৎসা দিয়ে করোনার চিকিৎসা বন্ধ করেছিল প্রতিষ্ঠানটি।
