এরশাদ শুধু একটি নাম না, একটি চেতনা, ভালবাসা আর আবেগের নাম। এরশাদের মৃত্যু হয়নি, বেঁচে আছে হাজারও অনুসারীর মাঝে। টেকনাফ থেকে তেঁতুলিয়া কোটি মানুষের হৃদয়ে।
আগামী শনিবার (২০ মার্চ) ‘হুসেইন মুহম্মদ এরশাদ’র ৯২তম জন্মদিন উপলক্ষে কথা বলছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতির নেতা ফয়সাল আহম্মেদ ভূইয়া।
এ সময় মরহুমের মাগফিরাত কামনা করে বলেছেন, ‘আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক। উনি ইসলামের জন্য অনেক কিছু করেছে।’
৯৩০ সালের ২০ মার্চ কুড়িগ্রাম শহরের ‘লাল দালান’ বাড়িখ্যাত নানা বাড়িতে জন্মগ্রহণ করেন জাতীয় পার্টির (জাপা) প্রয়াত এই প্রতিষ্ঠাতা, সাবেক সেনাপ্রধান ও পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য।
১৯৮২ সালের ২৪ মার্চ ক্ষমতা গ্রহণ করেন। ১৯৮৬ সালে তার প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বিরোধীদলের লাগাতার আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা থেকে বিদায় নেন। এরপর গ্রেপ্তার হয়ে ছয় বছর কারারুদ্ধ থাকেন প্রয়াত সাবেক এ রাষ্ট্রপতি। কারাগারে থাকাকালীন ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে পাঁচটি করে আসনে জয়ী হন এরশাদ।
জন্মদিনে সাবেক এই প্রেসিডেন্টের অবদানকে স্মরণ করে ফয়সাল আহম্মেদ ভূইয়া বলেন, ‘‘এই বাংলাদেশ পুর্নগঠনে এইস এম এরশাদ সাহেবের অনেক অবদান আছে।’’
সুত্রঃ লাইভ নারায়ণগঞ্জ