নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভির নতুন বাড়ি প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টেটাস দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম ।
আজ শুক্রবার ২৬ ফেব্রুয়ারি, রাত ৮টার দিকে তিনি তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট থেকে মেয়র আইভির বাড়ি নিয়ে যেই স্টেটাস দিয়েছে তা হুবুহু তুলে ধরা হলো ।

”আমাদের অত্যন্ত প্রিয় সৎ আইভি আপা,, যার জীবনে কোন অসৎ কাজ করেননি, যিনি অত্যন্ত স্বাভাবিক জীবন যাপন করেন,, যার ব্যাংকে কোন ব্যাংক ব্যালেন্স নেই তার এই দরীদ্র মহল দেখে আমরা অত্যন্ত আনন্দিত। বলে রাখা ভালো,, ওনার বাবারও কোন ধন সম্পদ ছিলো না,,অত্যন্ত সৎ লোক ছিলেন। এই প্রাসাদ মনে হয় আসমান থেকে দান করেছেন বাবা ও মেয়ের সততার কারনে”।

এখন দেখার বিষয় নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের নেতা শাহ নিজামের এই স্টেটাস এর জবাব ‘মেয়র আইভি ‘ কিভাবে দেয়!!