ফেসবুক লাইভে এসে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাও. মামুনুল হক বলেছেন, সোনারগাঁওয়ের তৌহিদী জনতার প্রতি শুকরিয়া। তবে কোনো ধরনের উত্তেজনাপূর্ণ আচরণ করা যাবে না। ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। নিজ দলীয় কর্মী-সমর্থকদের ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করার আহবান জানিয়েছেন তিনি । শনিবার (৩ এপ্রিল) রাত সাড়ে নয়টায় মাও. মামুনুল হকের ফেসবুকের অফিসিয়াল পেইজের মাধ্যমে তিনি এমন নির্দেশনা দেন।
এর পূর্বে এক স্ট্যাটাসে মামুনুল হক বলেন, আমি নিরাপদে আছি। পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। কেউ কোনো গুজবে বিভ্রান্ত হবেন না।
রাত সোয়া দশটার দিকে নিজের ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে মামুনুল হক বলেন, পক্ষবিপক্ষ নিয়ে কেউ কোনো সংঘাতে জড়াবেন না। কারও জানমালের ক্ষতি করবেন না।
