প্রতি কেজি প্যাকেট ও খোলা চিনিতে ৩ টাকা দাম কমিয়ে চিনির দাম পুনঃনির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোছা.শামীমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, দ্রব্যমূল্যে ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স এর ১৯ মার্চ ২০২৩ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধন্তের প্রেক্ষিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশনের ২৭ মার্চ ২০২৩ তারিখের আবেদনের পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির সর্বোচ্চ মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, পরিশোধিত চিনি (খোলা) প্রতি কেজি ১০৪ টাকা এবং পরিশোধিত চিনি (প্যাকেট) প্রতি কেজি ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগামী ৮ এপ্রিল (শনিবার) থেকে কার্যকর হবে।
এর আগে পরিশোধিত চিনি (খোলা) প্রতি কেজি ১০৭ টাকা এবং পরিশোধিত চিনি (প্যাকেট) প্রতি কেজি ১১২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর হিসাবে আজ বৃহস্পতিবার প্রতি কেজি চিনি ১১২ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।