নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক এটিএম কামাল সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) তাদের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে করোনা টেস্টের স্যাম্পল দেন তারা।

সকালে টেস্ট রিপোর্টে এটিএম কামাল ও তার স্ত্রী সালমা সুলতানার করোনায় আক্রান্তের বিষয়টি ধরা পড়ে।
এটিএম কামাল জানান, আমাদের তেমন কোন শারীরিক সমস্যা নেই। আমরা বাড়িতেই আছি। অনেকেই আমাদের বাড়িতে যাতায়াত করেন, তাদেরকে বলবো একটু সাবধানতা অবলম্বন করতে।
সূত্রঃ নারায়ণগঞ্জ পোষ্ট
