এনায়েতনগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আ.লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শেয়ার করুণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সম্মেলন সম্পন্ন হয়েছে।সম্মেলনে সভাপতি পদে ফজলুল হক সরকার এবং সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান মতি নির্বাচিত হয়।

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের মাঠে এনায়েতনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এনায়েতনগর ইউনিয়ন সাবেক ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল। এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী। সম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি একেএম শহিদুল্লাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মাসুদ, এনায়েতনগর ইউনিয়ন সাবেক ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য জামাল উদ্দিন সবুজ, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমএ মান্নান, সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি, আওয়ামী লীগ নেতা আজিম উদ্দিন মাদবর, কামাল উদ্দিন মাদবর, শফিকুল ইসলাম মাদবর সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুণ