দীর্ঘদিন পর ঘোষনা হয়েছে এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির কমিটি। কমিটি ঘোষণার পরপরই কমিটি নিয়ে কর্মীদের মাঝে দেখা গেছে চরম অসন্তোষ ও ক্ষোভ। তৃনমুল বিএনপি কর্মীদের অভিযোগ আওয়ামী রাজনীতির সাথে জড়িত,আওয়ামী রাজনীতির সুবিধাভোগী এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয়, পিছনের সারির নেতাদেরকে অর্থের বিনিময়ে কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার পর সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আলমগীর। তার ফেসবুকে কমিটি নিয়ে দেয়া একটি পোস্টে চরম ক্ষোভ উগড়ে দিয়েছেন নেতাকর্মীরা। মন্তব্যগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় কর্মীদের অভিযোগ অর্থের বিনিময়ে অযোগ্য এবং নিজের অনুসারীদেরকেই পদে রেখেছেন আহবায়ক ও সদস্য সচিব।
পাঠকদের জন্য কয়েকটি মন্তব্য তুলে ধরা হলো,একজন লিখেছেন, কমিটি দিয়া ব্যাপক অর্থ বাণিজ্য করেছেন।
আপনার পরবর্তী প্রজন্ম সেই অর্থ ব্যয় করলেও শেষ হবেনা। তিনি আরও লেখেন, আল্লাহর রহমতে না লিখে।
লেখেন টাকার বরকতে কমিটি গুলা সম্পন্ন করলেন।
অপর একজন আহবায়ককে চ্যালেঞ্জ করব লিখেন, ভাই আপনারা যে টাকা নিয়া কমিটি দিছেন আমি নিজে প্রমাণ করে দিতে পারব ইনশাল্লাহ কত টাকা নিছেন আসেন বসি প্রমাণ করে দেই কার কাছ থেকে কত টাকা নিছেন প্রমাণ আছে এবং কি রেকর্ডিং ও আছে আসেন কেমনে টাকা নিয়েছেন কে কে ভাগ কইরা খাইছেন সব আমার কাছে জানা আছে আসেন বসি।
ভাই কেমনে কেমনে টাকা নিচেন টাকাটা কে কে ভাগ কইরা খাইছে কে কি কত নিচে এইটা সহকারে আমি প্রমাণ দিব আসেন বসি।
এছাড়াও কমিটি নিয়ে অনেক কর্মীই বিরূপ মন্তব্য করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহবায়ক অ্যাডভোকেট আলমগীরের ওই পোস্টে মন্তব্য করে যাচ্ছিলেন বিক্ষুব্ধ কর্মীরা।