এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডের সাবেক সদস্য মোঃ ছালাউদ্দিন (সালু) আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর আনুমানিক ১২.০০ ঘটিকার সময় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম সালাউদ্দিন (সালু) ১৪-০৭-২০১১ সাল থেকে ১৩-০৭-২০১৬ সাল পর্যন্ত এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান।
শোক বার্তায় চেয়ারম্যান বলেন, সালু ভাই এলাকার মানুষের ক ল্যানে আজীবন কাজ করে গেছেন। তার কর্মের মাধ্যমেই তিনি আমাদের মাঝে বেচে থাকবেন। এ সময় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
