‘এখন গাছের পাতায় পাতায় আওয়ামীলীগ। এটা যদি রাজনীতির মধ্যে থাকে তবে ঠিক আছে, যদি প্রোফেশনালিজমের মধ্যে চলে যায় তবে খুব মারাত্বক। আমি মনে করি প্রোফেশনে যারা আছেন, তাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার পেশায় আপনি সাক্সেসফুল কি না। আপনার ব্যাকগ্রাউন্ড পরিচয় কি দ্যাট’স নট এ কোশ্চেন। কিন্তু একটা প্রশ্ন দরকার আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কি না।’
নারায়ণগঞ্জ পুলিশের আয়োজনে রোববার (১লা মার্চ) দুপুরে পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল ডে আয়োজন করা হয়। সেই আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন আয়োজনের বিশেষ অতিথি নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএক শামীম ওসমান।

অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম(বার)। অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয় নারায়ণগঞ্জ-১ আসনের এমপি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীকে)
শামীম ওসমান ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, পিবিআই এর পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, পিবিআই এর পুলিশ সুপার মনিরুল ইসলামসহ জেলা পুলিশ ও প্রশাসনের কর্মীবৃন্দ।
সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ
