একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু ২৬ সেপ্টেম্বর থেকে

শেয়ার করুণ

এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে। রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালায় এ তথ্য জানান হয়।

এতে বলা হয়, শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে ৫ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের আবেদন করা হবে ১০ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত। আর ক্লাশ শুরু হবে ৮ অক্টোবর।

অন্যান্যবারের মতো এবারও ফলের ভিত্তিতে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। আবেদন গ্রহণ করা হবে তিন পর্যায়ে।

নীতিমালায় বলা হয়, আগামী ২১ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন যাচাই, বাছাই ও নিষ্পত্তি করা হবে। পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে ৩১ অগাস্ট। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে ৫ সেপ্টেম্বর রাত ৮টায়।

এছাড়া দ্বিতীয় পর্যায়ে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর এবং ২০ থেকে ২১ সেপ্টেম্বর গ্রহণ করা হবে তৃতীয় পর্যায়ের আবেদন। ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ হবে দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল ও প্রথম মাইগ্রেশনের ফল। আর ২৩ সেপ্টেম্বর রাত ৮টায় দেওয়া হবে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল।

ভর্তি হওয়া যাবে যে প্রক্রিয়ায়

শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবেন www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনের জন্য ১৫০ টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখা যাবে। মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একজন শিক্ষার্থীকে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করে দেওয়া হবে। শিক্ষার্থীদের ভর্তি করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে।

বিশেষ চাহিদাসম্পন্ন এসএসসি পাস করা শিক্ষার্থীরা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রবাসীদের সন্তান, বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরাও ম্যানুয়ালি আবেদন করার সুযোগ পাবেন। এক্ষেত্রে বোর্ড যাচাই-বাছাই করে সেই শিক্ষার্থীর ভর্তির ব্যবস্থা নেবে।

২০২১, ২০২২ ও ২০২৩ সালে দেশের যে কোনো শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বছরে উত্তীর্ণ শিক্ষার্থীরাও বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। বিদেশি কোনো বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা বোর্ডের মাধ্যমে তার সনদের মান নির্ধারণের পর ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুণ