অবশেষে সব জল্পনা কল্পবার অবসান ঘটিয়ে আবারও একই মঞ্চে দেখা গেল নাসিক মেয়র আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমানকে।
আজ (৩ সেপ্টেম্বর) শনিবার জেলার সোনারগাঁও উপজেলায় দীর্ঘ প্রায় ২৫ বছর পরে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে তাদেরকে একই মঞ্চে দেখা যায়।
তথ্যানুযায়ী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি’র। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি, বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রমুখ।