‘এই ক’দিন চুপ ছিলাম, কারণ এটা আমার কাজ না। কিন্তু, আমার চুপ থাকাকে কেন্দ্র করে বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে এবং আমার দলকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। কেউ দলের উল্টো দিকে থেকে ক্ষতি করছে, কেউ দলে থেকে ক্ষতি করছে।’
নির্বাচনের জন্য মাঠে নামার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।
আজ সোমবার (১০ জানুয়ারি) দুপুরে নগরীর বাধন কমিনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নৌকার জন্য যেভাবে নামা উচিত আমার, সেভাবে নামতে পারিনি। তবে আজকে থেকে নামলাম।’
সংবাদ সম্মেলনের শুরুতে আইনপ্রণেতা হয়ে আইন ভঙ্গ করায় নির্বাচন কমিশনের কাছে ক্ষমা প্রার্থনা করে শামীম ওসমান প্রশ্ন রাখেন, ‘আমি মাঝে মাঝে বিস্মত হই, আমি কেন সাবজেক্ট ম্যাটার হব?’

তিনি বলেন, ‘গরীবের বউ যেমন সবার ভাবি হয়, আমার অবস্থা তেমন। এ বলে আমি ওনার, উনি বলে আমি ওনার।’
এছাড়া তিনি আরও বলেন, আমি ভেবেছিলাম, খুশি মনে একটা প্রেস কনফারেন্স করব আমাদের প্রার্থীর পক্ষে। সোয়া ৫ লাখ ভোটের একটা হিসাব। কে কোন রিপোর্ট দিল, কোন সংস্থা কোন রিপোর্ট দিল, ওই সংস্থা-ফংস্থার রিপোর্টে তারা বিশ্বাস করে যারা রাজনীতিতে ওপর থেকে নিচে পরেছে। আমাদের শিকর মাটির তল থেকে উঠে আসা শিকর।’
