বিজ্ঞান ও প্রযুক্তির নানা ইভেন্ট উপস্থাপন, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের আয়োজিত দুদিনব্যাপী বিজ্ঞান মেলা শেষ হয়েছে।
গত ৯ আগস্ট বুধবার বিদ্যালয়ের শিফট ইনচার্জ নাহিদা সুলতানা নীপা স্কুল প্রাঙ্গণে আয়োজিত আন্ত:স্কুল বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
নতুন প্রজন্মের সৃজনশীল প্রতিভাকে উন্মেষণ ঘটানোর জন্য বিজ্ঞানের অভয় সৃষ্টি করি- এই স্লোগানকে সামনে রেখে স্কুলের বিজ্ঞান ক্লাব এই মেলার আয়োজন করা হয়। প্রজেক্ট স্থাপন, দেয়ালিকা তৈরি, পোস্টার তৈরি, বিজ্ঞান চিন্তার কুইজ, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্ন সমাধান, বিজ্ঞান জনপ্রিয় করণ সমিতির প্রশ্ন সমাধান, বিজ্ঞান কুইজ, স্লাইড শো ইত্যাদি সহ আরো অন্যান্য ইভেন্টসমুহ মেলায় উপস্থাপন করা হয়।
১০ আগস্ট জেলা শিল্পকলা একাডেমিতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বিজ্ঞান মেলার। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোহাম্মদ আলী মন্টুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের
প্রফেসর ডক্টর লাফিফা জামাল। পরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পরিবেশনায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সমাপনী অনুষ্ঠানে স্কুলের শিক্ষকমন্ডলী, ছাত্র ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।