করোনার টিকা নিয়েছেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনওসহ উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা। ৭ ফেব্রুয়ারী ( রোববার ) সকালে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যানকে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ প্রসঙ্গে বন্দর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শুক্লা সরকার বলেন, ‘সফলভাবে ভ্যক্সিনেশনের মাধ্যমে দেশের অর্থনীতির গতি আরো বৃদ্ধি পাবে, শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে। আমাদের উপজেলা চেয়ারম্যানকে দিয়ে টিকা কার্যক্রম শুরু করা হয়েছে। এরপর আমি, বন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা টিক গ্রহণ করেন। আশা করছি ৫৫ বছরের বেশি বয়স্ক নাগরিকেরা রেজিস্ট্রেশন করবেন এবং টিকা গ্রহণ করবেন’।
সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ