প্রস্তাবিত কবরস্থান রক্ষার দাবীতে উত্তাল কাশীপুর ৩ নং ওয়ার্ডের উওর নরসিংহপুরের মরা খালপাড় এলাকা।
একটি গ্রুপ প্রতিষ্ঠান উওর নরসিংহপুর এলাকার প্রভাবশালী মহলের সহযোগিতায় কবরস্থানটির জায়গাতে শিল্প স্থাপনা তৈরীর পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছে পশ্চিম ভোলাইলের মরা খালপাড় এলাকাবাসী।
২১ জানুয়ারী সকাল ১০ টার দিকে মিছিলটি শুরু হয়ে কাশীপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে আবারো মরাখাল পাড় প্রস্তাবিত কবরস্থানের সামনে এসে শেষ হয়। এসময় বিক্ষোভে ফেটে পড়ে এলাকার কয়েকশো ছাত্র, যুবক নারী,পুরুষ। তারা স্বার্থানেশী মহলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এর আগে কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল কর্তৃক ঘোষিত কবরস্থানের জায়গা বেদখলে বিস্ময় প্রকাশ করে এলাকাবাসী।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উত্তর নরসিহপুরে প্রস্তাবিত কবরস্থানের সাইনবোর্ড ভেঙে প্রায় অধিকাংশ জায়গাই দখল করে বাউন্ডারি দিয়েছে ঐ গ্রুপ শিল্প প্রতিষ্ঠানটি। এলাকাবাসীর কথা চিন্তা না করে একটি মহল তাদের সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে।
বিক্ষুদ্ধ এলাকাবাসী কবরস্থানটি রক্ষায় তড়িৎ ব্যবস্থা গ্রহন করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল, সাংসদ শামীম ওসমানের প্রতি আহবান জানান।