ঈদে নারায়ণগঞ্জের যেসব ব্যাংকের শাখায় মিলবে নতুন নোট

শেয়ার করুণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নতুন নোট বিনিময় শুরু করবে কয়েকটি তফসিলি ব্যাংকের শাখা। ১৮ থেকে ২৫ জুন পর্যন্ত নতুন নোট সংগ্রহ করা যাবে। এ সময়ে ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখার মাধ্যমে জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এবার ঈদ উপলক্ষে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করবে কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের শাখা।

নারায়ণগঞ্জ এর চারটি ব্যাংকের শাখা থেকে পাওয়া যাবে নতুন নোট। শাখা চারটি হল: মার্কেন্টাইল ব্যাংক লি:,নারায়ণগঞ্জ শাখা,এক্সিম ব্যাংক লি:, শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, কাচপুর শাখা, এনআরবিসি ব্যাংক লি:,ভুলতা শাখা, প্রিমিয়ার ব্যাংক লি: নারায়ণগঞ্জ শাখা।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান-নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।
তবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে নতুন নোট বিনিময় বন্ধ থাকবে

নিউজটি শেয়ার করুণ