কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজ আদায়ের সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এই ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহারি মড়লবাড়ী এলাকার ঈদগাহে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম (৩৮) একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জেরে শনিবার সকালে জেলার হোসেনপুর উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহারি মড়লবাড়ী এলাকার ঈদগাহে দু’পক্ষের কথা-কাটাকাটি হয়। পরে এ নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে নজরুল ইসলাম নিহত হয় ও ৩০জন আহত হয়।